আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন রফিক ফয়েজ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী পেল বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩শতাধিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শহিদুলাহ’র সভাপতিত্বে, সহকারী শিক্ষক মোহাম্মদ পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউসার।
এসময় বিশেষ অতিথি হিসেবে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, রফিক ফয়েজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলী মুহাম্মদ এনাম এবং বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে, রহিমুন্নিসা, সানজিদা আক্তার, রাফফাত শার্লিন, নারগিস আক্তার ও আব্দুল আজিম প্রমুখসহ অভিভাকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে রফিক ফয়েজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলী মুহাম্মদ এনাম বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতাসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যালয়সহ এলাকার আত্ম সামাজিক উন্নয়নে রফিক ফয়েজ ফাউন্ডেশনের সহযোগিতা অব্যহত থাকবে।
প্রথম/ আরডি