মো আবদুল করিম সোহাগ -নিজস্ব প্রতিবেদক
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। সারাবিশ্বে অনেক দেশে সবাই একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে আসেন আজ। বাংলাদেশে ও বিভিন্ন স্থানে আন্দোলন ও কর্মসূচি দেখা যায়।
গাজার ভয়াবহ দৃশ্য ও নিহতের সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে এই ধর্মঘট পালন করা হয়েছে। এক বিবৃতিতে রিফাত মাহবুব সাকিব বলেন, যুদ্ধের অবসানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা একত্রিত করার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি গাজায় ইসরায়েলি অপরাধ ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার আহ্বান জানানো হয়েছে।
“গ্লোবাল স্ট্রাইক ফর গাজা ” এই আহবানে একাত্মতা প্রকাশ করেন তিনি।
মূলত অবরুদ্ধ উপত্যকাটিতে নির্বিচারে হত্যা করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। গত ১২ ঘণ্টায় যে হামলা চালানো হয়েছে তার অধিকাংশই খান ইউনিসে। সেখানে শিশু ও নারীসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।
তিনি দেশবাসীকে এই কর্মসূচিতে যোগদানের সবাই ধন্যবাদ জানান এবং সবাইকে শেষ পর্যন্ত গাজা বাসীর পক্ষে লড়ে যাওয়ার কথা বলেন।
প্রথম / সোহাগ / ঢাকা