আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় ডাকাতদের আক্রমণে আহত হয়েছেন ৩ পরিবারের ০৮জন।
শুক্রবার (০৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝিউরি গ্রামের ডা: রঞ্জিত দত্তের বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদের আক্রমণে আহতরা হলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের জুয়েল দত্ত (৪৫), বিজয় দত্ত (৪০), তমা দত্ত (১৪), শান্তা দত্ত (৩৫)। এবং প্রতিবেশী টিটু (৩৮), উত্তম (২৫), শম্বু (৬০) ও নিতাই (৫৫)।
ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত বিজয় দত্ত জানান, “রাত আড়াইটার দিকে মই বেয়ে ছাঁদের উপর দিয়ে ঘরে ডুকে ডাকাতদল। আশেপাশের প্রতিটি ঘরের সামনেও ছিলো ডাকাতদলের সদস্যরা। প্রায় ১৬-২০ জন হবে ডাকাতদলের সংখ্যা। তাঁরা সবাই ছিলো চাপাতি, পিস্তলসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত। এসময় তারা ঘরে ডুকে ঘরের নারী-পুরুষ সদস্যদের উপর হামলা করে এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। পরবর্তীতে বের হয়ে যাওয়ার সময় আমাদের প্রতিবেশীদেরও হামলা করে।
এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান সোহাগ, ও অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।
এসময় পুলিশের এই কর্মকর্তারা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভোক্তভোগীদের ভাষ্য মতে এটি একটি পরিকল্পিত ঘটনা। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।